প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়ার অঙ্গীকার চীন ও ভারতের
সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৪৩ এএম
ভ্লাদিমির পুতিনের হাত ধরে শি জিন পিংয়ের কাছে নিয়ে এলেন নরেন্দ্র মোদি; পুতিন হাত রাখলেন শির কাঁধে, কিছু একটা বললেন, তাতে হাসিতে ফেটে পড়লেন মোদি, সেই হাসি সংক্রমিত শি-তেও। তারপর মোদি আঙুল তুলে বললেন কিছু, তাতে সায় দেওয়ার ভঙ্গিতে তার হাত নিজের মুষ্টিতে পুরে নিলেন পুতিন। এরপর হাত নেড়ে নেড়ে...