রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৭:০০ পিএম

চীন-ভারত ফ্লাইট চলাচল শুরু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৭:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাঁচ বছরের বেশি সময় পর অবশেষে পুনরায় চালু হলো ভারত ও চীনের মধ্যে সরাসরি আকাশপথ যোগাযোগ। রোববার (২৬ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এই তথ্য জানান ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। ইউ তার পোস্টে লিখেছেন, চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট এখন বাস্তবে পরিণত হয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, পুনরায় চালুর পর প্রথম ফ্লাইটটি আজ কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই–নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে।

চলতি মাসের শুরুতে ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছিল, কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত থাকা পরিষেবা পুনরায় চালু করতে তারা প্রথম সারির বিমান সংস্থাগুলোর মধ্যে থাকবে। ২ অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি ঘোষণা করে, ২৬ অক্টোবর থেকে তারা এয়ারবাস এ৩২০নিও ব্যবহার করে কলকাতা ও গুয়াংঝুর মধ্যে দৈনিক বিরতিহীন ফ্লাইট চালু করবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করে পরিষেবাটি আরও বাড়ানোর পরিকল্পনাও জানায় ইন্ডিগো। পরে ১১ অক্টোবর ইন্ডিগো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ১০ নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে।

কোভিড-১৯ মহামারি এবং ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এই ঘটনার জেরে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

এই নতুন রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Link copied!