চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ মহিউদ্দিন (৪০) নামে এক যুবকের মরদেহ বোয়ালখালী থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বোয়ালখালী থানাধীন এলাকায় একটি কন্টেইনার গাড়ির বিশ্রাম কেবিনে এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস ওরফে প্রকাশ ইনু ফকিরের ছেলে। পেশায় তিনি কন্টেইনার চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টায় তার সঙ্গে শেষবার কথা হয়। এরপর তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এক পর্যায়ে ফোন রিসিভ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে তার সঙ্গে থাকা হেলপারকে খোঁজ নিতে পাঠায়।
হেলপার ঘটনাস্থলে গিয়ে দেখেন, মহিউদ্দিনের মরদেহ কন্টেইনার গাড়ির বিশ্রাম কেবিনে পড়ে আছে। হেলপার বিষয়টি ফোনে পরিবারকে জানালে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরিবার ধারণা করছে, মহিউদ্দিন ওইদিন রাতেই মারা যান।
বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে। তার বেডের নিচ থেকে ১৬ হাজার টাকা এবং কোমর থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন