আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫ বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সোমবার ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপির মিডিয়া সেল জানায়, সোমবার (২৭ অক্টোবর) ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ওই ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
তবে সৌজন্য সাক্ষাৎ ঘিরে নেতাকর্মীদের সঙ্গে না নিয়ে আসার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন