চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হযরত আকবর শাহ সড়কের মাথা থেকে যুগের চাঁদ বাড়ি হয়ে জাফর আলীর বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘ দেড় যুগ ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে।
এতে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। বর্ষাকালে কাদা ও পানিতে সড়কটি তলিয়ে গেলে রোগী পরিবহন, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বহুবার নিজের খরচে সড়ক মেরামত করেছেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই সড়ক আবার ভেঙে পড়ে। বর্তমানে সড়কটি সম্পূর্ণ যাতায়াতের অনুপযোগী হওয়ার ফলে প্রতিদিন দূর্ভোগ ও দুর্ঘটনার স্বীকার হচ্ছে এছাড়াও বর্ষাকালে কাঁদা-পানিতে ডুবে যান চলাচল কঠিন হয়ে ওঠে। জরুরি রোগী হাসপাতালে নেওয়া বা স্কুলগামী ছাত্রদের যাতায়াত মারাত্মক সমস্যার মুখে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীর, আবু তালেব জানান, আমরা বহুবার দোহাজারী পৌরসভা পৌর প্রশাসকের বরাবর আবেদন করলে এ সড়কটি মেরামত ও সংস্কারের কোন আদৌ কোন উদ্যোগ গ্রহণ করেন নি। তাই এলাকাবাসী সড়কটি মেরামতে দোহাজারী পৌরসভা প্রশাসকের সুদৃষ্টি করা করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন