মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৩:০৪ পিএম

তনির বিরুদ্ধে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৩:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘Sanvee's by Tony’ ফেসবুক পেজের অ্যাডমিন উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে তার শিশু সন্তান মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তনির প্রথম স্বামী ও সানভীর বাবা সদরুল ইসলাম সোয়েব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিশুটির বাবা সদরুল ইসলাম সোয়েব।

২০১৩ সালের ২৮ জুন রোবাইয়াত ফাতেমা তনির বিয়ে হয় সদরুল ইসলাম সোয়েবের সাথে। বিয়ের পর মানতাহা ইসলাম সানভীর জন্ম হয়। বর্তমানে সানভীর বয়স ১১ বছর। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে বনিবনা না হওয়ায় ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে সানভীর বাবা সদরুল ইসলাম সোয়েব অভিযোগ করেন, সানভী শিশু থাকায় শর্ত অনুযায়ী সে মায়ের কাছেই বড় হতে থাকে। সময়ে সময়ে বাবার সাথে মেয়ের দেখা করার সুযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রুবাইয়াত ফাতেমা তনি তার মেয়ে মানতাহা ইসলাম সানভীকে অন্যায়ভাবে ঢাকায় আটকে রেখেছে। তার সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না।

তিনি বলেন, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর রুবাইয়াত ফাতেমা তনি জনৈক শাহাদাত রহমানকে বিয়ে করেন। শাহদাত রহমানের মৃত্যুর পর সিদ্দিক নামে এক ইংল্যান্ডপ্রবাসীকে বিয়ে করেন। তনি মেয়েকে নিয়ে সিদ্দিকের সঙ্গে ইংল্যান্ড চলে যাওয়ার চেষ্টা করছেন।

মায়ের জিম্মায় থাকা শিশুসন্তান মানতাহা ইসলাম সানভীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটক রেখে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সানভীর বাবা সদরুল ইসলাম সোয়েব। সেই সাথে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওহচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, তনি শিশুটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজেভাবে উপস্থাপন করে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাইরাল করেছে। এতে সে মানসিক ট্রমার মধ্যে আছে।

সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অপর দিকে অভিযুক্ত রুবাইয়াত ফাতেমা তনি অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নম্বর ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন সদরুল ইসলাম সোয়েব। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!