স্বামীর কথামতো ভোট দেন গাইবান্ধার নারীরা
আগস্ট ৯, ২০২৫, ১২:৫৫ এএম
ময়না, আফরোজা, জাহিমারা ভোটার হওয়ার পর স্বামীর বাড়িতে এসে কোনো দিন ভোট দেওয়ার ক্ষেত্রে নিজ ইচ্ছা প্রয়োগ করতে পারেননি। তাদের কথা হচ্ছে, আমরা মেয়ে মানুষ, আমাদের অভিভাবক যা বলবেন তা-ই শুনতে হয়। সিল মারতে হয় স্বামীর পছন্দের সেই মার্কায়। নির্বাচনের সময় এমন চিত্রই দেখা যায় গাইবান্ধার গ্রাম ও চরাঞ্চলে।
মাঠপর্যায়ে খবর...