শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২৬ এএম

স্বামীর প্রতি স্ত্রীর সন্দেহ, অফিস থেকে ফিরলে নেন ‘পরীক্ষা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২৬ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রেম করে বিয়ে করেছিলেন ব্রিটেনের তরুণী ডেবি উড ও স্টিভ নামে এক যুবক। কিন্তু সম্পর্কের শুরু থেকেই সন্দেহ ছায়ার মতো জড়িয়ে ছিল ডেবির মনে।

অতীতে একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা তাকে করে তুলেছিল চরম সন্দেহপ্রবণ। তাই বিয়ের পর স্বামীর প্রতি আস্থার পরীক্ষায় বসাতে শুরু করেন ‘লাই ডিটেক্টর টেস্ট’!

বিয়ের আগে ডেবি ও স্টিভ ছিলেন ভিন্ন শহরে। দূরত্ব থেকেই ডেবির মনে জন্ম নেয় সন্দেহ—বিশেষ করে স্টিভের প্রাক্তন প্রেমিকাকে ঘিরে। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরও সেই সন্দেহ দূর হয়নি। বরং স্ত্রীর আস্থা অর্জনের জন্য প্রতি রাতেই স্টিভকে ‘লাই ডিটেক্টর’ যন্ত্রের মাধ্যমে পাস করতে হয় স্ত্রীর প্রশ্নোত্তরে।

ডেবি স্টিভকে প্রশ্ন করেন—অফিসে কারো সঙ্গে বিশেষ সম্পর্ক আছে কি না, প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখছেন কি না, এমনকি অফিস থেকে কোথায় গিয়েছিলেন। এই প্রশ্নগুলো করা হয় পলিগ্রাফ মেশিনের মাধ্যমে, যার সাহায্যে নির্ণয় করা হয় উত্তর সত্য না কি মিথ্যা।

স্টিভ প্রথমে ভেবেছিলেন, হয়তো স্ত্রী মজা করছেন। কিন্তু ডেবির কাছে এটি ছিল সম্পূর্ণ সিরিয়াস। অবশেষে স্ত্রীর বিশ্বাস অর্জনের জন্য তিনি এই পরীক্ষায় নিয়মিত অংশ নিতে শুরু করেন।

এই অভ্যাসে বিরক্ত না হয়ে বরং স্ত্রীর মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করেন স্টিভ। তার মতে, ডেবি অতীতে যেসব সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন, সেগুলোই তার মনে এই ভয় ও সন্দেহ তৈরি করেছে। আর সে কারণেই স্ত্রীকে বোঝাতে এবং বিশ্বাস ফিরিয়ে আনতেই প্রতিদিনের এই পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

স্টিভ বলেন, ‘ডেবি যেমন আমার জীবনসঙ্গী, তেমনই সে একজন সংবেদনশীল মানুষ। আমি জানি, ওর আস্থা ফিরে পেতে সময় লাগবে। কিন্তু আমি প্রস্তুত।’

বর্তমানে ডেবি ধীরে ধীরে তার এই অভ্যাস কমিয়ে এনেছেন। আগে যেখানে প্রতিদিন পরীক্ষা হতো, এখন তা অনেকটাই কম। ধৈর্য আর ভালোবাসা দিয়ে সম্পর্ক রক্ষা করে চলেছেন স্টিভ।

এই ব্যতিক্রমধর্মী দাম্পত্য জীবনের গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই যেখানে স্ত্রীর আচরণকে ‘অতিরিক্ত’ বলছেন, অন্যদিকে স্টিভের ধৈর্য ও ভালোবাসার ভূয়সী প্রশংসাও করছেন অনেকে।

Shera Lather
Link copied!