দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ঠাকুরগাঁও পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে এই কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য অতিথিবৃন্দ।
‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর আওতায় ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩৬৪ কোটি টাকা। এর প্রথম পর্যায়ে প্রায় ৩০ কোটি টাকার কাজের উদ্বোধন করা হয়েছে আজ।
প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে সত্যপীর ব্রিজ থেকে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়ক এবং মির্জা পাম্পের পূর্ব দিক থেকে নারগুনগামী সড়ক ও আরসিসি ড্রেন। মোট সড়কের দৈর্ঘ্য ৯.১৫০ কিলোমিটার এবং ড্রেনের দৈর্ঘ্য ৭.২৫০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
পৌরবাসীর আশা, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান ঘটবে এবং উন্নত ও আধুনিক নগরব্যবস্থার দ্বার উন্মোচিত হবে ঠাকুরগাঁওয়ে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন