কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনে প্রধান আসামি স্বামী রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রহিম মিয়া (৩০) গত বছরের ১১ অক্টোবর ইসলামী শরিয়ত মোতাবেক ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় রহিমের চাহিদায় মেয়ের পরিবার যৌতুক বাবদ নগদ ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকার আসবাবপত্র দেয়।
তবে বিয়ের প্রায় ছয় মাস পর থেকে রহিম বিদেশ যাওয়ার কথা বলে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে নিয়মিতভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
গত ২৪ সেপ্টেম্বর সকালে ৫ লাখ টাকা আনতে না পারায় রহিম মিয়া তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা চালান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভিকটিম নিজেই ১২ অক্টোবর ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১(গ) ধারায় মামলা করেন (মামলা নং–১৬)।
এরপর থেকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প পলাতক আসামিকে গ্রেপ্তারের তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২২ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে ভৈরব পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রহিম মিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন