যুব এশিয়ান গেমসে বাংলাদেশের পদক খরা আগেই কাটিয়েছে নারী কাবাডি দল, আর এবার তাদের পথ অনুসরণ করে ইতিহাস গড়ল ছেলেদের দলও। স্বাগতিক বাহরাইনকে বিশাল ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে নিয়েছে বাংলাদেশের যুবা কাবাডি দল। এটি এবারের যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক।
বৃহস্পতিবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একপেশে লড়াইয়ে ১০৬-১৭ ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে।
আগের দুই যুব গেমসে পদকশূন্য থাকা বাংলাদেশ এবার নারী কাবাডি দলের পর ছেলেদের হাত ধরেও পদক পাওয়ায় উচ্ছ্বাস এখন ক্রীড়াঙ্গনে। ছেলেদের কাবাডিতে এই আসরে মোট ৭টি দল অংশ নিয়েছিল।
টুর্নামেন্টের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল কঠিন। নিজেদের প্রথম ম্যাচে পরাক্রমশালী ভারতের কাছে ৮৩-১৯ ব্যবধানে বড় হারে পিছিয়ে পড়েছিল তারা। তবে পরের দুই ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় যুবারা।
শক্তিশালী ইরানকে ৫৫-৪৮ ব্যবধানে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষেও ৫৩-৪০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
টানা দুই জয়ের পর অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার (৮৯-৪২) হজম করতে হয়। ফাইনালে ওঠার স্বপ্ন ফিকে হলেও শেষ দুই ম্যাচে জয় পদক নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আজ ব্রোঞ্জ পদকের ম্যাচে বাহরাইনকে হারানোর আগে শেষ রাউন্ড-রবিন ম্যাচে পাকিস্তানকে ৫৬-২৯ ব্যবধানে হারায় বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন