বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৭:১১ পিএম

বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৭:১১ পিএম

আজহারুল ইসলাম চুন্নু।

আজহারুল ইসলাম চুন্নু।

ময়মনসিংহ নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নুর (৩০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নগরীর শম্ভূগঞ্জ রেলস্টেশন এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম চুন্নু হযরত আলীর ছেলে। ঘটনার পর থেকে বড় ভাই সুমন পলাতক রয়েছেন।

কোতোয়ালী মডেল থানার এসআই মো. মাকসুদুল হাসান খালিদ বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ১৬ অক্টোবর সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির সময় বড় ভাই সুমন একটি পিঁড়ি দিয়ে ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নুর মাথায় আঘাত করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চুন্নুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মারামারির ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। আজ হাসপাতালে মারা যাওয়ার পর স্বজনরা চুন্নুর মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িতরা সবাই বর্তমানে পলাতক রয়েছে। নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই মো. মাকসুদুল হাসান খালিদ।

Link copied!