‘সবার আগে বাংলাদেশ—জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ স্লোগানকে সামনে রেখে নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের ঘোষপাড়া আনন্দমঠ প্রাঙ্গণে ‘দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারী ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাম মোর্তজা পলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বের বিকাশ, নিরাপদ ভোট পরিবেশ ও দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে মতবিনিময় করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন