শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:০৩ এএম

জন্মদিনে মালয়েশিয়া পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:০৩ এএম

জন্মদিনে মালয়েশিয়া পরীমণি

নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির কারণে ঢাকাই সিনেমাপ্রেমীদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমণি। একের পর এক সিনেমায় নিজেকে তিনি ছাপিয়ে গেছেন অভিনয় দক্ষতায়। দর্শক সমালোচক মহলে চলে এসেছেন জনপ্রিয়তার কাতারে।

আজ পরীমণির জন্মদিন। প্রতি বছর তার জন্মদিনে একেক রঙের ওপর থিম করে আয়োজন করেন। বিপদের সাথীদের নিয়েই বিশেষ দিনটি কয়েক বছর ধরে পালন করে আসছিলেন পরী। তবে গত দুই বছর ধরে সেই নিয়মে পরিবর্তন এনেছেন। এবার আর পাঁচ তারকা হোটলে থাকছে নেই নায়িকার জন্মদিনের আয়োজন। এমনকি জীবনের বিশেষ এই দিনে তিনি থাকছেন না দেশে। প্রথমবার জন্মদিনে দেশে নেই পরীমণি। জন্মদিনের একদিন আগে ডানাকাটা পরী উড়াল দেন মালয়েশিয়া। সেখানেই কাটবে তার এবারের জন্মদিন। ১০ দিনের ট্যুরে দুই সন্তান নিয়ে মালয়েশিয়া গিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পরীমণি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘জন্মদিন সবার জীবনে বিশেষ একটি দিন। এই দিনটি সবসময় চেষ্টা করি একটু আলাদাভাবে পালন করতে। তবে এবার দেশে আয়োজন রাখিনি। তাই সন্তানদের নিয়ে অবকাশ যাপনে এসেছি। কাজের ব্যস্ততার কারণে সেভাবে ভ্রমণের সুযোগ হয় না। এবার কাজের চাপ কিছুটা কম থাকায় ১০ দিনের ছুটিতে আছি। জন্মদিনে একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে, ভক্তদের অবাক করে জন্মদিনের চারদিন আগেই উদযাপন করেছেন পরীমণি। গত সোমবার রাতে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন তিনি। সেই উদযাপনের বেশ কিছু রঙিন ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন পরীমণি।

বলে রাখা ভালো, ছোট থেকে নানা শামসুল হক গাজীর কাছেই মানুষ বড় হয়েছেন পরীমণি। তার হাত ধরেই জন্মদিনের কেক কাটতেন। নানার মৃত্যু ও পরবর্তীতে সন্তান হওয়ার পর ছেলে-মেয়ের জন্মদিন বড় করে আয়োজন করলেও নিজের জন্মদিনে জৌলুসপূর্ণ আয়োজন করেন না এই চিত্রনায়িকা।

ঢালিডের লাস্যময়ী এই নায়িকার ক্যারিয়ারের শুরু থেকেই টক অব দ্য কান্ট্রি। কারামুক্ত হওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন পরীমণির যাপিত জীবনে প্রভাব পড়বে। দমে যাবেন তিনি, গুটিয়ে নেবেন ব্যক্তিজীবনের সব আয়োজন থেকে। কিন্তু না, আলো ঝলমলের এই ক্যারিয়ারে ২৭ দিনের কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।

পরীমণি তার ব্যক্তিগত জীবনকে আগের মতোই উদযাপনের মধ্যে রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। ব্যস্ত রেখেছেন নতুন নতুন সিনেমার শুটিংয়েও। সমানতালে এগিয়ে যাচ্ছেন পরী।

পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রেজা ঘটক পরিচালিত ‘ডোডোর গল্প’ নামের সিনেমাটি। নির্মাণাধীন রয়েছে রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। অনেক দিন ধরেই সিনেমাটির খবর নেই।

দর্শকের মনে স্বপ্নজাল ছড়ানো নায়িকা পরীমণি। খুব অল্প সময়ের মধ্যে দুই বাংলায় দর্শকদের মাঝে জনপ্রিয়তায় শীর্ষে এই অভিনেত্রী। নায়িকা ছাড়াও আরেকটি রূপ আছে তার। তিনি তার জন্মদিন ভাগ করে নেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, ঈদের আনন্দ বিলিয়ে দেন অসচ্ছল সহশিল্পীদের জন্য। ইচ্ছে পূরণ পরীর মতো বিলিয়ে দেন আপন অন্তরের আলো। আর সেই আলোতেই যেন আরও বেশি রূপসী তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!