বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ২০০ কোটি টাকার ডিমান্ড লোন পরিশোধে অগ্রগতি অর্জন করেছে। এই ঋণটি ২০২৫ সালের ৯ জানুয়ারি নেওয়া হয়েছিল, যখন ২০২৪ সালের জুলাইয়ের অস্থিরতা ও ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ফলে সৃষ্ট তারল্য সংকট সারা ব্যাংক খাতে চরম আকার ধারণ করেছিল। ২০২৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত ব্যাংকটি মূল অর্থের ২৫ কোটি টাকা এবং ১৪.৮৬ কোটি টাকা সুদসহ মোট ৩৯.৮৬ কোটি টাকা বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করেছে। বিসিবিএল জানিয়েছে, তারা ধাপে ধাপে সম্পূর্ণ ঋণ পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকটি আরও জানিয়েছে, সংকটকালীন গ্রাহকদের তারল্য চাহিদা পূরণে তারা কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা ও নিজেদের আর্থিক সক্ষমতাÑ উভয়ের সমন্বয়ে কাজ করেছে। বিসিবিএলের তথ্যানুযায়ী, ব্যাংকের ৫১% শেয়ার বাংলাদেশ সরকার ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন। গ্রাহক, আমানতকারী, শুভানুধ্যায়ী, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংকটি বলেছে, এই ঋণ পরিশোধ ব্যাংকের আর্থিক ভিত্তির ধারাবাহিক শক্তিশালী অবস্থার প্রতিফলন। -বিজ্ঞপ্তি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন