বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় করদাতার মোবাইল ফোনে ওটিপি পাঠানো হলেও, বিদেশে অবস্থানরতদের জন্য এখন ই-মেইলে ওটিপি পাঠানোর নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এনবিআরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এনবিআরের এক বিশেষ আদেশে বলা হয়েছে, চলতি করবর্ষে (২০২৫-২৬) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া বাকি সব ব্যক্তিকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতি পাওয়া করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআরের ই-রিটার্ন পোর্টাল এখন আগের চেয়ে সহজ, ঝামেলাহীন ও স্বয়ংক্রিয়। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন। বিদেশে অবস্থানরত করদাতারা এখন তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসার সিল কপি, ছবি ও ই-মেইল ঠিকানা বৎবঃঁৎহ@বঃধীহনৎ.মড়া.নফ-এ পাঠিয়ে আবেদন করতে পারবেন। যাচাই শেষে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে, যার মাধ্যমে সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে। এনবিআর জানিয়েছে, ই-রিটার্নে কোনো দলিল বা কাগজপত্র আপলোড করতে হয় না; তবে করদাতাকে সংশ্লিষ্ট কাগজপত্র নিজ হেফাজতে রাখতে হবে। চলতি করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা ই-রিটার্ন ব্যবস্থার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। জাতীয় রাজস্ব বোর্ড দেশে ও বিদেশে অবস্থানরত সম্মানিত করদাতাদের আগামী ৩০ নভেম্বর-২৫ এর মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন