শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:০০ এএম

আজ ইরার ‘কন্যা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০২:০০ এএম

আজ ইরার ‘কন্যা’

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমা ‘কন্যা’। সিনেমাটি নির্মাণ করেছেন রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী ইরা শিকদার। তার বিপরীতে রয়েছেন নবাগত নায়ক হারুন শেখ। প্রচারণা ছাড়াই সিনেমাটি কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সিনেমাটি নিয়ে ইরা বলেন, ‘এতে আমার চরিত্রের নাম রেখা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রেখা একজন সাহসী নারী। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর ছোট ভাই-বোনকে মানুষ করার জন্য রেখা মাটি কাটার শ্রমিকের কাজ করে। ভাই-বোনদের পড়াশোনার খরচ এবং অসুস্থ মায়ের ওষুধের যোগান দিতে রেখা এক সময় ক্লিনিকের ক্লিনারের কাজও নেয়। সংগ্রামী জীবনে অনেক পরিশ্রম করে ভাই-বোনদের মানুষ করে রেখা। অতঃপর কাহিনির মোড় নেয় অন্যদিকে।’

সিনেমাটিতে নাম ভূমিকায় অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘পরিচালক এমন অসাধারণ চরিত্রে আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি সেটা পূরণের শতভাগ চেষ্টা করেছি। হলে গিয়ে সিনেমাটি দেখার পর আমার দর্শক-ভক্তরা বুঝতে পারবেন সত্যিকারের রেখা হয়ে ওঠতে গিয়ে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। সিনেমাটি দর্শক-ভক্তদের মন জয় করতে পারলে অভিনেত্রী হিসেবে আমার শ্রম, মেধা ও প্রতিভার মূল্যায়ন হবে বলে মনে করছি।’

‘কন্যা’র আগে ইরা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’ ও ‘ময়নার শেষ কথা’। সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে তার অভিনীত এম কে জামান পরিচালিত সিনেমা ‘অন্তরে আছো তুমি’। সেন্সরে যাচ্ছে আনোয়ার শিকদার পরিচালিত ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’ নামের সিনেমা দুটি। শুটিং চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সাদেক সিদ্দিকী পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’ এবং ‘বন্ধু তুই আমার’ সিনেমা দুটি।

‘কন্যা’ সিনেমাতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন মারুফ আকিব, অভি, আরিয়ান, এলিন, কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, নাজনীন হিরা, রাশেদ মোর্শেদ, সোহানা নদী, বাবুল আহমেদ, মিথিলা মৌ প্রমুখ। এতে গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার, মিতালী মল্লিক। পরিচালক রফিকুল ইসলাম খানের কথা ও সুরে গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আলমগীর হোসেন।

রূপালী বাংলাদেশ

Link copied!