চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
রোববার (০৭ ডিসেম্বর) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির ঢাকামুখি একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে চালককে নিরাপদে তুলে আনেন। উদ্ধার হওয়া চালক সুস্থ আছেন। যদিও তার নাম জানা যায়নি। তবে অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির অর্ধেক অংশ পুকুরে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এটিকে উদ্ধার করে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, উদ্ধারকাজ শেষে দুপুরে চালক নিজেই অ্যাম্বুলেন্সটি চালিয়ে নিজ গন্তব্যে চলে যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন