চুলের খোপায় লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা—শেষ পর্যন্ত ধরা পড়লেন শরীফা বেগম (৫০) নামের এক নারী।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তে একটি লেগুনা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–ভৈরব সার্কেলের একটি দল।
আটক শরীফা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা। ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করেন।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদে জানা যায় শরীফা ভৈরবগামী লেগুনায় করে ইয়াবা পাচার করছেন। সেই অনুযায়ী সেতুর ওপর চেকপোস্ট বসানো হয়। পরে একটি লেগুনা থামিয়ে নারী কনস্টেবল দিয়ে তল্লাশি চালানো হলে শরীফার চুলের খোপায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন