ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মাঠজাহানপুর গ্রামে স্বামীর স্বীকৃতির দাবিতে এক নারী প্রবাসীর বাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
অভিযোগকারী ওই নারী দাবি করেছেন, সৌদি আরবে অবস্থানকালে এক প্রবাসীর সঙ্গে প্রেম ও পরবর্তীতে বিয়ে হলেও দেশে ফিরে ওই ব্যক্তি তা অস্বীকার করছেন।
এ ঘটনায় ওই নারী ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্রে থেকে জানা যায়, মাঠজাহানপুর গ্রামের মৃত সানোয়ার আলীর ছেলে সৌদি আরব প্রবাসী রুবেল মিয়ার সঙ্গে চাঁদপুর জেলার খলিল খানের মেয়ে সুমাইয়া আক্তারের (২৭) পরিচয় হয় সৌদি আরবে। সেখানে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা বিয়েও করেন।
ভুক্তভোগী নারীর দাবি, তারা প্রায় দুই বছর স্বামী-স্ত্রী হিসেবে এক সঙ্গে বসবাস করেন।
সুমাইয়ার অভিযোগ, ‘এ সময় তার উপার্জিত প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন রুবেল। পরে ছুটিতে পাঠানোর কথা বলে তাকে দেশে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে আর যোগাযোগ করেননি। মোবাইল ফোন বন্ধ করে দেন ও বিয়ের বিষয়টি অস্বীকার করেন।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় জামাল ব্যাপারী, সমশের ব্যাপারী, মনু মাতুব্বরসহ কয়েকজন ব্যক্তি ওই নারীর পাশে অবস্থান নিয়ে তাকে সুরক্ষা দিচ্ছেন এবং তার পক্ষে কথা বলছেন। তবে এলাকার আরেকটি পক্ষ প্রবাসী রুবেলের পক্ষে অবস্থান নিয়েছে এবং নারীর অবস্থান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। এতে করে গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, যা সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘ঘটনাটি জানার পর আমি উভয় পক্ষকে মীমাংসার জন্য আহ্বান জানিয়েছি। তারা রাজি থাকলে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো, ইনশা আল্লাহ।’
আপনার মতামত লিখুন :