রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার পিজি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের (পিজি হাসপাতাল) এ ব্লকের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১৪ মিনিটে আমরা পিজি হাসপাতালে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর সেটা নিরূপণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোনো খবর মেলেনি, তবে পুড়ে গেছে ১৫শ ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন