বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই আহতদের নিয়ে দক্ষতা বৃদ্ধির কোর্সের আয়োজন করতে যাচ্ছে। অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের ঘোষণার পর এই কোর্সের আয়োজন করছে সংস্থাটি। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের কাজ চলচ্চিত্র নির্মাণের জন্য কলাকুশলী হতে আগ্রহীদের প্রশিক্ষণ দেয়া। এবার আমরা আহত জুলাই যোদ্ধাদের মধ্যে আগ্রহী ২০০ জনকে দুই পর্বে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে সরকারিভাবে বিনামূল্যে প্রশিক্ষণ দেব।
তবে তিনি এও বলেন যে, আমাদের ইনস্টিটিউটে থাকার ব্যবস্থা নাই। তাই প্রশিক্ষণগুলো অনাবাসিক হবে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতিটি কোর্সের মেয়াদ মোট চার সপ্তাহ। আগামী সপ্তাহে শুরু করতে চাই। ৪ সপ্তাহ করে দুইবারে মোট ২০০ জন। কোন কোর্সের মেয়াদ ৫ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। তিনি আরও জানান, এই দফায় মোট ৫ বিষয়ে প্রশিক্ষণ হবে।
কোর্সগুলো হলো ‘বেসিক ফিল্ম কোর্স’, ‘চলচ্চিত্র সম্পাদনা কোর্স’, ‘সেট ডিজাইন কোর্স’, ‘চিত্রনাট্য লিখন কোর্স’, ‘প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স’। প্রতি কোর্সে ২০ জন করে অংশ নিতে পারবেন। প্রতিটি কোর্স মাসে একবার করে মোট দুইবার হবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এইচএসসি পাশের সনদ, জাতীয় পরিচয়পত্র, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতিপত্র ও ছবি লাগবে।
প্রসঙ্গত, ইতোমধ্যে জুলাই আহতদের তালিকা থেকে প্রশিক্ষণার্থীদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন