ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা আহসান মিহি। শোবিজে মিহি আহসান নামেই বেশি পরিচিত এই অভিনেত্রী। অভিনয় দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্রের জন্য দর্শকদের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। সেইসঙ্গে নাটক ও টেলিফিল্মে তার সাবলীল অভিনয় এবং চরিত্রের প্রতি গভীর অনুরাগ তাকে আলাদা করেছে।
সম্প্রতি মিহি ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, ‘জ্ঞান না দিয়ে একটি শাড়ি দাও।' শাড়ির প্রতি তার অনুরাগ প্রসঙ্গে মিহি বলেন, ‘আমি একটু বড় হওয়ার পর থেকে শাড়ি পড়তে বেশ ভালো লাগে। শাড়িটা আমার কাছে ভীষণ কমফোর্টেবল।
তিনি আরও লেখেন, ‘আমার কাছে মনে হয়, আমি শাড়ি পড়ে সবকিছু করতে পারব; কোন কিছুতে বাধা নেই। শাড়িটা পড়লে আমার বেশি কনফিডেন্স আসে এবং আমার নিজেকে ভীষণ সুন্দরী মনে হয়। আমার মন টানে বাংলা শাড়িতে।’
দর্শকপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘আমার মধ্যে ভালো লাগা কাজ করে। শাড়ি পরলে যে শুভ্র-সুন্দর লাগে, আমার কাছে মনে হয় আমি বোধহয় ওয়েস্টার্ন সুন্দরভাবে ক্যারি করতে পারি না।’
মিহি আরও বলেন, আমাকে আল্লাহ ভীষণ সুন্দর করে বানিয়েছে। একদমই কখনো আমার মনে হয় না সৌন্দর্যের কোন কমতি আমার মধ্যে আছে, সেটা রূপ-গুণ সবকিছু মিলিয়ে বলছি।
এই মন্তব্যে মিহি আহসানের শাড়ি এবং নিজের সৌন্দর্যের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে উঠেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন