শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৪ এএম

ভারত সফর ঘিরে রোমাঞ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৪ এএম

ভারত সফর ঘিরে রোমাঞ্চিত মেসি

১৪ বছর পর ভারত সফর করবেন লিওনেল মেসি। আগামী ডিসেম্বরে ব্যক্তিগত সফরে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার ভারতের চারটি শহরে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। প্রায় দেড় দশক পর এশিয়ার দেশটিতে পা রাখতে যাচ্ছেন বিশ^কাপজয়ী এই অধিনায়ক। ৩৮ বছর বয়সি মেসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আসন্ন ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।’

তিনি আরও বলেন, ‘এই ইভেন্টগুলোর টিকেট শুধু জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।’ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইন্টার মিয়ামি তারকা ফরোয়ার্ড মেসি। আগামী ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন তিনি। কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা তার।

এর আগে সর্বশেষ মেসি ভারতে গিয়েছিলেন ২০১১ সালে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। আগামী নভেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় যাবে বিশ^ চ্যাম্পিয়নরা। ম্যাচটির প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তবে সেই সফরে দলের সঙ্গে মেসি যাবেন বা খেলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!