শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৩ এএম

আলজেরিয়া দলে জিদানের ছেলে লুকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৫৩ এএম

আলজেরিয়া দলে জিদানের ছেলে লুকা

বেশ কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলতে চান। এবার আলজেরিয়া দলে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। আগে বয়সভিত্তিক দলে খেললেও এবার আলজেরিয়ার মূল দলে জায়গা পেয়েছেন লুকা জিদান। আফ্রিকান অঞ্চলের বিশ^কাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে সামনের ম্যাচ দুটির স্কোয়াডে ঠাঁই পেয়েছেন ২৭ বছর বয়সি এই গোলকিপার।

বাবা ও ছেলেÑ দুজনেরই জন্ম, বেড়ে ওঠা ও ফুটবলের পথে ছুটে চলা সবই ফ্রান্সে। বাবা তো ফ্রান্সের ইতিহাসে তথা ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন। তবে জাতীয় দলের ক্ষেত্রে ছেলে ফিরে গেলেন তাদের পরিবারের শেকড়ে। বাবার মতো বিশ^কাপ খেলার স্বপ্ন নিয়ে জাতীয়তা বদলে আলজেরিয়ার হয়ে খেলার আবেদন করেছিলেন লুকা। সপ্তাহ দুয়েক আগে তাকে সেই অনুমতি দেয় ফিফা। এরপর দলে ঢুকতেও খুব বেশি সময় লাগল না তার। লুকার দাদা-দাদি, অর্থাৎ জিনেদিন জিদানের বাবা-মা আলজেরিয়ার যুদ্ধের আগে স্বদেশ ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে। তবে পরিবারের সেই পুরোনো পরিচয়কে আপন করেই এখন স্বপ্নকে আলিঙ্গন করতে চাইছেন লুকা। ছয় বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন লুকা।

বাবার ক্লাবের একাডেমি ও যুব দলে ছিলেন তিনি ২০ বছর বয়স পর্যন্ত। রিয়ালের ‘বি’ দল হয়ে মূল দলেও জায়গা করে নেন তিনি একসময়। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ছিলেন তিনি মূল স্কোয়াডে। মাঠে নামার সুযোগ পেয়েছেন অবশ্য কালেভদ্রে। সে সময় ধারে খেলেছেন রেসিং সান্তান্দারে। ২০২০ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমান তিনি রায়ো ভাইয়েকানোতে। এরপর এবার দুই মৌসুম খেলে গত বছর গ্রেনাদায় যোগ দেন তিন বছরের চুক্তিতে।

বয়সভিত্তিক ফুটবলে ফ্রান্সের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন লুকা। বিশ^কাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলে ‘জি’ গ্রুপে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলজেরিয়া। দুইয়ে থাকা উগান্ডার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে যেকোনো একটি ম্যাচে জিতলেই বিশ^কাপ নিশ্চিত হয়ে যাবে তাদের। সোমালিয়ার বিপক্ষে ম্যাচটি আগামী বৃহস্পতিবার, পরেরটি পাঁচ দিন পর।

রূপালী বাংলাদেশ

Link copied!