শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২৭ এএম

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২৭ এএম

স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

বাংলাদেশে স্বর্ণের বাজারে আবারও রেকর্ড ভাঙা দাম ধরা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এই দাম ঘোষণা করে। এর আগে সোমবার এক দিনেই ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

শুধু স্বর্ণ নয়, রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৩,৬২৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২২৮ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং ডলারের দাম বৃদ্ধিই এ রেকর্ড গড়ার মূল কারণ। স্বর্ণের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
 

Link copied!