মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ব্যাচ-২০০৪-এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলায় হোসেন্দী ইউনিয়নে একটি রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গজারিয়া সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ব্যাচ-২০০৪-এর সভাপতি এম মোর্শেদ রহমান জানান, ব্যাচের ১০৫ জন বন্ধু অংশ নিয়েছে। সব বন্ধুদের একত্রে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করাতে পারা অনেক দুরূহ কাজ। তার পরেও বছরে অন্তত একটি দিন যেন স্কুল জীবনের বন্ধুদের নিয়ে শৈশবের আঙ্গিকে কাটানো যায়, সেই চেষ্টা করা হয়েছে। আমরা প্রত্যেকেই সারা বছর যার যার পেশায় ব্যস্ত থাকি, বন্ধুদের সঙ্গে তেমন যোগাযোগ হয় না। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেন বন্ধুরা একত্রে শৈশবের হইহুল্লুড় ব্যস্ত দিন পার করতে পারি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন