বেশি ভাড়া নেওয়ায় রাজধানীর বনানীস্থ ‘ইকবাল সেন্টার’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়ের জন্য এখন নতুন জায়গা খুঁজছে ব্যাংকটি।
এরই মধ্যে প্রধান কার্যালয়সহ কিছু শাখা কার্যালয়ের জন্য গুলশান, বনানী ও আশপাশের এলাকায় বাণিজ্যিক স্পেস ভাড়া নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ব্যাংকটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা করছি। এ জন্য কর্মপরিবেশ উন্নত করতে প্রধান কার্যালয়সহ একাধিক শাখা স্থানান্তর করা হবে।’
জানা গেছে, ব্যাংকের বর্তমান প্রধান কার্যালয়টি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের মালিকানাধীন ‘ইকবাল সেন্টারে’। অভিযোগ রয়েছে, নিজের ভবনের জায়গা নিজের নিয়ন্ত্রণে থাকা ব্যাংককে ভাড়া দিয়ে ভাড়া বাবদ বাজারের চেয়ে বেশি অর্থ নিচ্ছেন তিনি। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এই ঘটনা ঘটে আসছে।
অতিরিক্ত ভাড়ার বিষয়টি উঠে এসেছে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমানের মুখেও। তিনি বলেন, ‘বহুদিন পর আমি ব্যাংকে ফিরেছি। ভবনের ভাড়া অনেক বেশি দিতে হচ্ছে। এর চেয়ে অর্ধেক বা আরও কম ভাড়ার ভবনে যাওয়ার চেষ্টা করছি।’
জানা যায়, প্রেমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে টানা ২৬ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এইচ বি এম ইকবাল। তবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটি ছেড়ে দেন তিনি। এরপর গত আগস্টে ব্যাংকটিতে নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। পুনর্গঠিত পর্ষদ এখন ইকবাল সেন্টার থেকে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্যাংকটি।
প্রধান কার্যালয় ও কয়েকটি শাখার জন্য ভবন ভাড়ার আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, প্রধান কার্যালয়ের জন্য গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও এলাকায় ৯০ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার বর্গফুট স্পেসের অনুসন্ধ্যান করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রধান কার্যালয়ের জন্য ৬ থেকে ১০ তলার মধ্যে হতে হবে। আর শাখার জন্য জায়গার জন্য নিচতলা থেকে দ্বিতীয় তলার মধ্যে হতে হবে।
১৫ অক্টোবরের মধ্যে জায়গা ভাড়া দিতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে ব্যাংকটি। ব্যাংকটির সূত্র জানায়, তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা হোল্ডিংসের নির্মাণাধীন পিনাকেল টাওয়ারে ব্যাংকটি প্রধান কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা করছে।
জানা গেছে, ৪০ তলাবিশিষ্ট পিনাকেল টাওয়ারে প্রতি বর্গফুটের জন্য ভাড়া দিতে হবে ১৬০ টাকা। সেটি হলে প্রধান কার্যালয়ের ভাড়া বাবদ খরচ অর্ধেক কমে আসবে।
ব্যাংকটির সূত্র আরও জানায়, আগামী বছরের জুনের মধ্যে কার্যালয় স্থানান্তর করতে চায় ব্যাংকটি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন