বিগত ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। ওই অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। কৃষি ও শিল্প খাতে মাঝারি পারফরম্যান্সের কারণে প্রবৃদ্ধি কম হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এসব হিসাব প্রকাশ করেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।
বিবিএস বলছে, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে শিল্প উৎপাদন ৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায়। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮ শতাংশ।
বিবিএস আরও জানায়, দেশের অর্থনীতে অর্ধেকের বেশি অবদান রাখা সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ২ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বছর একই প্রান্তিকে ছিল ৩ দশমিক ৬১ শতাংশ।
এদিকে কৃষি খাতের প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা গেছে। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়কালে ৩ দশমিক ১ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি কমেছে।
বিবিএস’র সর্বশেষ হিসাব আরও বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ, ৪ দশমিক ৪৮ শতাংশ এবং ৪ দশমিক ৮৬ শতাংশ।
এর আগের অর্থবছরে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭ শতাংশ, ৪ দশমিক ৪৭ শতাংশ এবং ৪ দশমিক ৬২ শতাংশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন