বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:০৪ পিএম

স্বর্ণের দামে নতুন রেকর্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:০৪ পিএম

স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের প্রভাবে বাংলাদেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।  

বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা; ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা; আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

স্বর্ণের দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের দাম ছিল ৪ হাজার ৬৫৮ টাকা।

এ ছাড়া এর আগে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ছিল ২ হাজার ৮৫৮ টাকা। প্রত্যেক ধাপে বেড়েছে রুপার দামও।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে। তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ফলে দেশের স্বর্ণবাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড, যা আগে কখনও দেখা যায়নি।

Link copied!