গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে বাংলাদেশ এবং ইতালি সম্মত হয়েছে। ইতালির রোমে অনুষ্ঠিত গত বৃহস্পতিবার এক বৈঠকে দুই দেশ এসব বিষয়ে এক মতে পৌঁছেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইতালির পক্ষে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়। মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন, বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনিয়মিত অভিবাসন, মানব পাচারের পাশাপাশি অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে স্থান পায়।
এ ছাড়া বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন