যাত্রীবেশে রিকশায় উঠে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করেছে দুই দুর্বৃত্ত। শনিবার (১৮ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পল্টন থানার জিপিওর সামনে এ ঘটনা ঘটে। ওই রিকশাচালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে নিয়ে আসা (পথচারী) ওসমান গনি জানান, রক্তাক্ত অবস্থায় সড়কে পড়েছিল ওই রিকশাচালক। তার নাম মো. মেহেদী হাসান। বয়স আনুমানিক ৩৩ বছর।
জানা গেছে, যাত্রীবেশে গুলিস্তান থেকে দুই যুবক তার রিকশায় উঠেন। পল্টন জিপিওর সামনে আসলে তারা পেছন থেকে রিকশাচালককে অস্ত্র দিয়ে আঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যায়। আহত মেহেদির গ্রামের বাড়ি বরিশাল জেলার হরিণা সোনিয়া এলাকায়। তার বাবার নাম দুলাল হাওলাদার। বর্তমানে রাজধানীর মুগদা শামীমের গ্যারেজ থাকতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মেহেদিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন