ফাঁকা রাজপথে অটোরিকশার রাজত্ব
এপ্রিল ৪, ২০২৫, ১২:১৫ এএম
দুপুর ১টা, গণপরিবহন না পেয়ে চৈত্রের রোদে রাস্তার ধার ঘেঁষে হেঁটে যাচ্ছেন মাইনুল ইসলাম। উদ্দেশ্য বিজয় সরণি থেকে ফার্মগেট। হঠাৎ ঘটল বিপত্তি, উল্টোপথে নভোথিয়েটার থেকে আসা ব্যাটারিচালিত রিকশা ধাক্কা দিয়ে হিঁচড়ে নিল ৪ থেকে ৬ ফুট। মাইনুল ইসলাম ধমক দিয়ে বললেন, ‘আস্তে মামা এখন তো থামা! পায়ের চামড়া উঠে গেছে চোখে...