খিলগাঁওয়ের তালতলা মার্কেট যার পূর্ণ নাম সিটি করপোরেশন সুপার মার্কেট। স্থানীয়রা একে তালতলা মার্কেট হিসেবেই বেশি চেনে। এটি এমন একটি স্থান যেখানে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বছরের পর বছর অব্যাহত থাকে। বিশেষত ঈদ উপলক্ষে এখানে কেনাকাটার আমেজ আলাদা। দুইটি প্রধান ফটক দিয়ে মার্কেটে প্রবেশ করা যায় এবং রিকশা নিয়েও মার্কেট প্রাঙ্গণে আসা যায়। এ জায়গায় সুলভে সব ধরনের পণ্য এক ছাদের নিচে পাওয়া যায়। যা এখানে কেনাকাটা করতে আসা অনেকেই পছন্দ করেন।
তালতলা মার্কেটের বিশেষত্ব হল এর ব্যাপক পণ্য সংগ্রহ এবং এখানকার খাবারের দোকানগুলো বিকেলে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষত ঈদে এখানকার ব্যবসা আরও বেড়ে যায়। খিলগাঁওয়ের বাসিন্দা নাদিরা ইসলাম বলেন, "তালতলা মার্কেটে আসলে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এখানেই সব কিছু পাওয়া যায়।"
পোশাক এবং ফ্যাশন
মার্কেটের নিচতলায় শিশুদের ও নারীদের পোশাকের বিশাল সমারোহ রয়েছে। এখানে ছোটদের জন্য শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, কটি, ওয়ান-পিস, টু-পিস, থ্রি-পিসসহ আরও অনেক ধরনের পোশাক পাওয়া যায়। নারীদের জন্যও শাড়ি, থ্রি-পিস, ওড়না এবং প্রসাধনীসহ আনুষঙ্গিক অনেক কিছু বিক্রি হয়।
দ্বিতীয় তলায় ছেলেদের ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, জিনস প্যান্ট এবং ট্রাউজার পাওয়া যায়। শার্টের দাম শুরু ৪৫০ টাকা থেকে ১,৩০০ টাকার মধ্যে, ফরমাল শার্ট ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। পাঞ্জাবির দাম ৭০০ টাকা থেকে শুরু হয়ে ৩,০০০ টাকায় পৌঁছাতে পারে। এখানকার দোকানগুলোতে বাটিক, সুতি, সিল্ক, জর্জেটের শাড়ি, জামদানি, তাঁত এবং কাতান শাড়ির সংগ্রহও রয়েছে।
জুতা এবং ব্যাগ
তালতলা মার্কেটে শিশুদের জুতা ২০০ টাকা থেকে ৪৫০ টাকায়, নাগরা এবং হিল ৩৫০ টাকা থেকে ৭৫০ টাকায় পাওয়া যায়। স্লিপারের দাম ১৫০ টাকা থেকে ৩০০ টাকা। ছেলেদের জুতার দাম শুরু ৫০০ টাকা থেকে এবং চামড়ার ব্যাগ ১,০০০ থেকে ২,২০০ টাকার মধ্যে পাওয়া যায়।
খাবারের দোকান ও নার্সারি
মার্কেটের মাঝের অংশে খাবারের দোকানগুলো ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ। এছাড়া তালতলা নার্সারি থেকে ফুল, ফল এবং সবজির চারা কেনা যায়। ঈদ কেনাকাটা শেষে এখানে কিছু গাছ উপহার হিসেবে কিনে নিতে পারেন প্রিয়জনদের জন্য।
এই মার্কেট একেবারে সবকিছুর জন্য উপযুক্ত স্থান। এখানে কেনাকাটার মাধ্যমে আপনার ঈদের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন