পুলিশের ডিআইজি একেএম এহসানুল হক কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন।
বুধবার (২৯ অক্টোবর) থেকে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে আর অফিস করছেন না এহসানুল হক।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (এডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার এড়াতেই তিনি রহস্যজনকভাবে পুলিশ একাডেমি থেকে উধাও হয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সাইফুল ইসলাম বলেন, ডিআইজি এহসানুল হক পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক শাখার দায়িত্বে ছিলেন। তবে বুধবার থেকে কোনো ধরনের ছুটি ছাড়াই তিনি অফিসে অনুপস্থিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা এহসানুল হক। তার বিপি নম্বর ৬৯০১১১৯৮২২।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন