নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের টহল দলের অভিযানে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে পূর্বাচলের নীলা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে নীলা মার্কেট ও আশপাশের এলাকায় কিছু অসাধু ব্যক্তি দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল গোপন তৎপরতা চালিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে।
৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল মো. দ্বীন ইসলাম (৩৮) ও মোঃ আলম (৫৪) নামের দুই চাঁদাবাজকে চাঁদা আদায়ের সময় আটক করে। অভিযানের সময় তারা বিভিন্ন দোকান থেকে অর্থ আদায় করছিল বলে নিশ্চিত হওয়া যায়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪৩ হাজার ৪৯০ টাকা নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চাঁদাবাজি স্বীকার করেছে। পরে তাদের প্রাপ্ত আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
পূর্বাচল আর্মি ক্যাম্প জানায়, এই এলাকা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন এখানে নতুন স্থাপনা গড়ে উঠছে এবং মানুষের আনাগোনা বেড়েছে। সুযোগে একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
সাধারণ মানুষের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও ভূমি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে পূর্বাচল এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা গরীব মানুষ, সরকারি জায়গায় দোকান নিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু কিছুদিন ধরে কিছু লোক জোর করে চাঁদা নিচ্ছিল। ভয় পেয়ে কিছু বলা সম্ভব হচ্ছিল না। সেনাবাহিনী না এলে হয়তো এই অত্যাচার চলতেই থাকত। এখন অন্তত কিছুটা স্বস্তি পাচ্ছি।’
এদিকে, অটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে রূপগঞ্জ থানা পুলিশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন