হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ছয়টি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের প্রভাবে সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। এর আগেও বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রার একটি বিমান সৈয়দপুরে অবতরণ করেছিল।
এছাড়া, এয়ার অ্যাস্ট্রার দুটি, নভোএয়ারের দুটি এবং ইউএস-বাংলার দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলেও ঢাকার বিমান নিয়ন্ত্রণ বিভাগের অনুমতি না পাওয়ায় উড্ডয়ন করতে পারেনি। ফলে প্রায় ২০০ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।
বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, “নিরাপত্তা বিবেচনায় প্রথমে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
অগ্নিকাণ্ডের ফলে যাত্রীদের সুরক্ষা এবং বিমান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন