শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৩:১৮ পিএম

রুশ-মার্কিন সংযোগে ‘পুতিন-ট্রাম্প টানেল’ তৈরির প্রস্তাব মস্কোর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৩:১৮ পিএম

ট্রাম্প ও পুতিন। ছবি- সংগৃহীত

ট্রাম্প ও পুতিন। ছবি- সংগৃহীত

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমুদ্রতলের নিচে একটি রেলপথ টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ। ১১২ কিলোমিটার দীর্ঘ এই টানেল দুই দেশের খনিজ ও জ্বালানি অনুসন্ধানে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে জানান তিনি। টানেলটি নির্মাণে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানিকে এগিয়ে আসতে অনুরোধ করেন দিমিত্রিয়েভ। তবে শুক্রবার রাত পর্যন্ত দিমিত্রিয়েভের পোস্টে কোনও প্রতিক্রিয়া জানাননি ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ককে ট্যাগ করে দিমিত্রিয়েভ লিখেছেন, ‘চলুন একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলি। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে, আমেরিকা ও আফ্রো-ইউরেশিয়াকে যুক্ত করুক ‘পুতিন-ট্রাম্প টানেল’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় এই প্রস্তাব সম্পর্কে বলেন, এটি বেশ আকর্ষণীয় ধারণা। তবে জেলেনস্কি স্পষ্টভাবে জানান, আমি এই ধারণা নিয়ে খুশি নই।

দিমিত্রিয়েভ রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী। গত মাসে তিনি জানিয়েছিলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে তেল ও গ্যাস অনুসন্ধানে অংশ নিতে পারে। তিনি বলেন, ‘আমরা যৌথভাবে আর্কটিক জ্বালানি প্রকল্পে অংশগ্রহণের সুযোগ খুঁজছি।’ বর্তমানে রাশিয়া ও অন্যান্য আর্কটিক দেশগুলো বরফ গলতে শুরু করায় ওই অঞ্চলে খনিজ আহরণ বাড়ানোর পরিকল্পনা করছে।

দিমিত্রিয়েভ আরও বলেন, শীতল যুদ্ধের সময়ও ‘কেনেডি-ক্রুশ্চেভ ওয়ার্ল্ড পিস ব্রিজ’ নামে একটি সংযোগ সেতুর প্রস্তাব উঠেছিল। তিনি সেই সময়কার একটি নকশা প্রকাশ করেন, যেখানে নতুন টানেলের সম্ভাব্য পথও দেখানো হয়।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী বেরিং প্রণালিতে সবচেয়ে সংকীর্ণ স্থানে দূরত্ব মাত্র ৮২ কিলোমিটার। প্রণালির মাঝখানে থাকা দুটি ছোট দ্বীপ—একটি রাশিয়ার, অপরটি যুক্তরাষ্ট্রের, দূরত্ব মাত্র চার কিলোমিটার।

এদিকে, বৃহস্পতিবার রাতে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টার ফোনালাপ হয়েছে। তারা আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।

রূপালী বাংলাদেশ

Link copied!