২০৩০ সালের মধ্যে নিউক্লিয়ার ফিউশনে বিদ্যুৎ তৈরি করবে চীন
                        অক্টোবর ২, ২০২৫,  ১২:৩০ পিএম
                        নতুন এক মাইলফলক পার করেছে চীনের অত্যাধুনিক নিউক্লিয়ার ফিউশন যন্ত্র। সম্প্রতি ‘বেস্ট’ নামের যন্ত্রটির ডিউয়ার বেস সফলভাবে স্থাপন করা হয়েছে, যা কিনা মূল সংযোজন ধাপের আনুষ্ঠানিক সূচনা।
প্রকল্প টিম জানিয়েছে, ডিউয়ার হলো একটি বিশেষ নিরোধকযুক্ত পাত্র, যা ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অতিশীতল পরিবেশ বজায় রাখে। এর আরেক বিশেষত্ব হলো এটি ব্যবহারিকভাবে...