চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালাত। রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে থাকাকালীন তাং মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান বা ৩৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ নগদ অর্থ ও সম্পত্তি ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন।
আদালত জানিয়েছে, তাং তার অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন। তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
গত ২৫ জুলাই আদালতে মামলার শুনানি হয়। বিচার চলাকালে প্রসিকিউটর, আসামি ও তার আইনজীবী সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও জেরা করেন এবং নিজেদের বক্তব্য তুলে ধরেন।
চীনের দুর্নীতি দমন কমিশনের তদন্তে আসার পর গত বছরের নভেম্বরে তাকে পদ থেকে অপসারণ করা হয়। পরে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও বহিষ্কার করা হয়।
তাং-এর বিরুদ্ধে তদন্ত ছিল অস্বাভাবিক অগ্রগতি। প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও তার পূর্বসূরী ওয়েই ফেংহের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের পরপরই এটি পরিচালিত হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার শুদ্ধিকরণের অভিযান শুরু করেন। এই অভিযানের লক্ষ্য ছিল পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের ‘একেবারে অনুগত, খাঁটি এবং নির্ভরযোগ্য’ করে তোলা।
সরকারি জীবনী অনুসারে, কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী হওয়ার আগে তাং ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন।
চীনের প্রেসিডেন্ট শি চলতি বছরের জানুয়ারিতে বলেন, দুর্নীতি এখনও কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং এটি বৃদ্ধি পাচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন