বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:১৪ এএম

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:১৪ এএম

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপ আসর। চট্টগ্রামে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে আসন্ন বৈশি^ক টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, উইন্ডিজের বিপক্ষে খেলোয়াড়েরা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়েন, সেটিই দেখতে চান তিনি। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ এমন চ্যালেঞ্জের মুখে পড়ল যে, খুব বাজেভাবে হেরে বসল। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

ম্যাচটিতে সম্মানজনকভাবে বাংলাদেশ হেরেছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে। বিশেষ করে তানজিম সাকিব ও নাসুম আহমেদ ব্যাটিং নৈপুণ্য দেখান। ১৬ রানে প্রথম ম্যাচে হেরে শুরু করা বাংলাদেশের সামনে আজ সিরিজ বাঁচানোর লড়াই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে। এ ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে। আর জিতলে সিরিজে ১-১ সমতায় ফিরবে বাংলাদেশ। কেননা, সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

আজ সিরিজ বাঁচানোর ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা থাকছেই। কেননা, গত ম্যাচে মাত্র ১২ ওভারের মধ্যেই বাংলাদেশের বিশেষজ্ঞ সব ব্যাটসম্যান আউট হয়ে যান। সেখান থেকে খেলা শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান তানজিম সাকিব ও নাসুমরা মিলে। এ সময় একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান যদি উইকেটে থাকতেন, তাহলে গল্পটা ভিন্ন হতে পারত। তাই প্রথম ম্যাচটি আক্ষেপ আর আফসোসের হয়ে থাকল। গত ম্যাচে হারের হতাশা পেছনে ফেলেই আজ নতুন আরেকটি ম্যাচ খেলতে নামবেন লিটনরা। নতুনভাবে শুরু করতে চাইবেন তারা। সেরা ক্রিকেট খেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে তাদের। তবে স্বরূপে ফিরতে চাইলে ব্যাটসম্যানদের জ¦লে উঠতে হবে।

ব্যাটিং বিভাগকে ব্যর্থ হলে চলবে না। প্রত্যাশা করা হচ্ছে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভালো ক্রিকেট খেলেই বাংলাদেশ সিরিজে সমতায় ফিরবে।

অন্যদিকে, টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশের মাটিতে জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ নেপালের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের যে দুঃস্মৃতি জন্ম দিয়েছে ক্যারিবিয়ানরা, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে সেটি ভুলতে চায় তারা। তাই আজ সিরিজ ২-০ ব্যবধানে জয়ের মিশন নিয়েই চট্টগ্রামের মাঠে নামবে অধিনায়ক শাই হোপের দল। গত ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখিয়েছে তারা। শাই হোপ নিজে সর্বোচ্চ ৪৬* রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম ম্যাচের জয়টি তাদের বাড়তি আত্মবিশ^াস জোগাবে। আর সেটি কাজে লাগিয়েই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। আজ সফরকারী ক্যারিবীয়দের সিরিজ জয়ের আনন্দ নাকি বাংলাদেশের ঘুরে দাঁড়ানো গল্পÑ সেটিই দেখার অপেক্ষা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!