মানিকগঞ্জ সাটুরিয়ায় তারুণ্য উৎসব ২০২৫ ও গ্রাহকসেবা উপলক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক সাটুরিয়া শাখার উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার তিল্লী ইউনিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শাখা ব্যবস্থাপক ইউসুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিলারা হাসান। এ সময় জেলা কার্যালয়ের জুনিয়র অফিসার তাসলিমা আক্তার, আজিজুল হক, সমিতির সভাপতি আব্দুর রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা নতুন সদস্য ভর্তি, ডিপিএস খোলা, ঋণ ও সঞ্চয় আদায়, স্কুল ব্যাংকিং কার্যক্রম, মাদকাসক্তির কুফল এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে আলোচনা করেন। বক্তারা জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে। এ ধরনের উদ্যোগ গ্রামের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন