রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৮:৩৩ পিএম

জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে কালাইয়ে শিক্ষকদের মানববন্ধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৮:৩৩ পিএম

জয়পুরহাটের কালাইয়ে জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ‘এসো গড়ি সোনার বাংলা (এজিএসবি)’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মো. মেহেদী হাসান ও তার পিতা গাউসুল আযমের বিরুদ্ধে জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী শিক্ষকরা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রে কর্মরত প্রায় অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষিকা গোলসানা শিল্পী, তহমিনা বেগম, খাদিজা খাতুন এবং রিফাত জাহানসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন’ শিক্ষা কার্যক্রমে শিক্ষক হিসেবে যোগদানের সময় ‘এসো গড়ি সোনার বাংলা (এজিএসবি)’ সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত গ্রহণ করেছিলেন। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও এখনো সেই টাকা ফেরত দেওয়া হয়নি।

তারা আরও জানান, মাসিক ৫ হাজার টাকা চুক্তিভিত্তিক বেতন হলেও তা নিয়মিতভাবে পরিশোধ করা হয়নি। ছয় মাস পরপর আগাম সই করা চেক জমা রেখে আংশিক অর্থ প্রদান করা হতো। এছাড়া ভাড়া ও উৎসব ভাতার অর্থও পুরোপুরি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শিক্ষকরা।

ভুক্তভোগীদের দাবি, প্রতি শিক্ষকের গড়ে প্রায় ৪৮ হাজার টাকা বেতন ও ২০ হাজার টাকা জামানত বকেয়া রয়েছে। তারা দ্রুত বকেয়া বেতন ও জামানত ফেরত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে ‘এসো গড়ি সোনার বাংলা (এজিএসবি)’র নির্বাহী পরিচালক মো. গাউসুল আযম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আখতার জাহান বলেন, “শিক্ষকরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!