চট্টগ্রামের আনোয়ারায় ৮নং চাতরী ইউনিয়নের কৈনপুরা দাশপাড়া (উত্তর পাড়া) এলাকা থেকে দেশি চোলাইমদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা থানার একটি টিম অভিযান চালিয়ে শংকর দাশ (৪৮) নামের ওই মাদক কারবারিকে আটক করে। তিনি মৃত বাবুল দাশের ছেলে।
পুলিশ জানায়, শংকর দাশের বসতবাড়ির পূর্ব পাশ থেকে ৫২ (বায়ান্ন) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে রোববার (১৯ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন আনোয়ারা থানার দায়িত্বশীল কর্মকর্তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন