গাজীপুরের কাপাসিয়ায় খেতের কচুরিপানা নদীতে ফেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ওসি আব্দুর রব।
নিহতরা হলেন, খিরাটি গ্রামের আফিল উদ্দিনের স্ত্রী বিলকিস বেগম এবং তার চাচাতো ভাতিজা রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা সুলতানা লিপি। ওসি আব্দুর রব জানান, সকালে গ্রামের পাঁচ নারী, লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম, বাড়ির পাশের খেতের জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন। পরে সেগুলো খেতের পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে ফেলতে গেলে অসাবধানতাবশত তারা নদীর প্রবল স্রোতে ভেসে যান।
স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে লিপি আক্তার, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগমকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আফরোজা সুলতানা লিপিকে মৃত ঘোষণা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। এদিকে নিখোঁজ হন বিলকিস বেগম। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি আব্দুর রব আরও জানান, ‘স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ এ মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, সকালবেলার কাজ করতে গিয়ে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও অপ্রত্যাশিত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন