বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে নাতির হাতে নিহত হয়েছেন সাবান আলী (৭০) নামের এক বৃদ্ধ। গতকাল সকালে উপজেলার চ-ীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাবান আলী চ-ীপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাতির মো. সোহেল রানা (২২), নিহত সাবান আলীর ছেলে মো. আবু সাইদের সন্তান। জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। প্রতিদিনই সে দাদার কাছে নেশার জন্য টাকা দাবি করত। গতকাল সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সোহেল লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন