সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও গরু-মহিষসহ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত চোরাচালানের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা জব্দ করে। একই দিনে ব্যাটালিয়ন সদরের একটি দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও দুজন চোরাকারবারীকে আটক করে। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন