বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশের ওপর এর বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদদের মতে, দেশের আবহাওয়ার অবস্থা আগামী কয়েকদিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, ‘আগামী কয়েকদিন আবহাওয়া কমবেশি একই রকম থাকতে পারে। সামান্য বৃষ্টি হতে পারে—মূলত চট্টগ্রাম বিভাগে। ২৪, ২৫ ও ২৬ অক্টোবর বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটির প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা খুবই কম।’ তিনি জানান, সম্ভাব্য লঘুচাপটি ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাই বেশি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
শনিবার দেশের অধিকাংশ অঞ্চল ছিল বৃষ্টিহীন। ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র পাঁচটিতে বৃষ্টি রেকর্ড করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বাগেরহাটের মোংলায়। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন