জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।
বুধবার (৮ অক্টোবর) বিকেল পাঁচটায় আক্কেলপুর পৌরশহরের বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল আলম দিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ।
বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষভাবে জনগণের মতামত তুলে ধরতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের লক্ষ্যে জামায়াতে ইসলামীর আন্দোলন চলমান থাকবে।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাবেক আমির আমিনুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।