ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

কমলনগরে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৮:৪৬ পিএম
সভাপতি মো. আবুল কাসেম, সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আলী আজগর।

লক্ষ্মীপুরের কমলনগরে গণঅধিকার পরিষদের ৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকট নূর মোহাম্মদ মাহমুদ ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সোলায়মান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছরের জন্য এ কমিটিতে সার্জেন্ট (অব.) মো. আবুল কাসেমকে সভাপতি, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আলী আজগরকে করা হয়েছে। 

এ ছাড়াও কমিটিতে রয়েছেন, সিনিয়র সহসভাপতি হাজ্বী মো. সিরাজ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম বিজিবি ও নাছির উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

গণঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বলেন, ‘গণঅধিকার পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে কমলনগর উপজেলায় নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি, কেন্দ্রীয় সকল নির্দেশনা মেনে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করবে এ কমিটির সদস্যরা।’